খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: পরিবেশের ক্ষতিকর দিক বিবেচনা করে গত বছরের পহেলা নভেম্বর থেকে সারাদেশে একযোগে পলিথিন ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে কুষ্টিয়ার খোকসায় সর্বত্র অবাধে ব্যবহার হচ্ছে পলিথিন। স্থানীয় প্রশাসন বলছে, পলিথিনের ব্যবহার বন্ধে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।
খোকসা উপজেলায় বিভিন্ন এলাকার হাটবাজার ঘুরে দেখা গেছে, এমন কোনো নিত্য পণ্যের দোকান নেই, যেখানে ব্যবহার হচ্ছে না নিষিদ্ধ পলিথিন। কাগজ কলমে নিষিদ্ধ হলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। বাজারের কোথাও ক্রেতা-বিক্রেতার হাতে দেখা মেলেনি পাটের ব্যাগ কিংবা পরিবেশবান্ধব ব্যাগ। দেখে বোঝার উপায় নেই এই পলিথিন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
পলিথিন ব্যাগ ব্যবহারের ফলে মাটির উর্বরতা শক্তি নষ্টসহ পরিবেশ দুষণের কথা জানলেও খোড়া যুক্তি দিয়ে তা মানছেন না ক্রেতা-বিক্রেতা উভয়ই।
ব্যবসায়ী আলী হোসেন বলেন, পলিথিন ব্যাগের বিকল্প ব্যাগ তৈরি করে পলিথিন বন্ধ করলে ভালো হতো।
ক্রেতা সালমান রহমান বলেন, দোকানদার দিচ্ছে তাই আমরা নিচ্ছি।
কোমড়ভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক প্রতিভা রাণী ঘোষ বলেন, সরকারের বর্তমান উদ্দ্যোগকেও ব্যবসায়ীরা যেন দুর্বলতা না ভাবে সেজন্য সংশ্লিষ্ট কতৃক্ষেপের কার্যকরী পদক্ষেপ প্রয়োজন।
খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক বলেন, আইনের সঠিক প্রয়োগ ও সচেতনতার অভাবে বন্ধ হচ্ছে না পলিথিনের ব্যবহার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন বলেন, শীঘ্রই পলিথিনের ব্যবহার বন্ধে প্রশাসনের পক্ষ হতে অভিযান পরিচালনা করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available