বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পটুয়াখালীর বাউফলে বেসরকারি সংস্থা স্লোবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ৬ জানুয়ারি সোমবার উপজেলার মদনপুরা এলাকায় স্লোবের একটি এতিমখানায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্লোবের চেয়ারপার্সন কীর্তি নিশান চাকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের (বহুপাক্ষিক/আঞ্চলিক) সচিব অ্যাম্ব. এম. রিয়াজ হামিদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আন্দ্রে কারস্টেনস, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. আনোয়ার হোসেন এবং দেশের অন্যতম গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্লোবের উপদেষ্টা রওশন জাহান মনি এবং স্লোবের কার্যক্রমের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠা পাওয়া একাধিক উপকারভোগী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোতালেব ওয়েইটার্স।
উল্লেখ্য, প্রায় ৫০ বছর পূর্বে বাউফরের ধুলিয়া ইউনিয়নের মোতালেব বরিশাল হারিয়ে যান। ওই সময় নেদারল্যান্ডের এক বিদেশি তাকে লালন পালনের দায়িত্ব নিয়ে তার দেশে নিয়ে যান। ২৫ বছর পর মোতালেব বাংলাদেশে আসলে হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে মোতালেবের পরিচয় প্রকাশ পায়।
এরপর নেদারল্যান্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় স্লোব প্রতিষ্ঠা করে অসহায় শিশুদের জন্য এতিমখানা, দু:স্থ মানুষের স্বাস্থ্যসেবা এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন। এ পর্যন্ত সংস্থাটি পটুয়াখালী, বরগুনা এবং বরিশালে ব্যাপক কার্যক্রম ছড়িয়ে দিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available