পাইকগাছা-ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, মারপিট ও নাশকতার মামলায় কপিলমুনি ইউনিয়নের ইউপি সদস্য মো. আলাউদ্দিন গাজি (৫৫) কে গ্রেফতার করা হয়েছে।
৬ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলার আগড়ঘাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৯ অক্টোবর উপজেলা নির্বাচনের সময় খুলনা জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ ধানের শীষ প্রতিকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করেন। এ সময় মিছিল নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে ছাত্রদলের ৮ থেকে ১০টি মোটর সাইকেল ও একটি মাইক্রোবাস পৌর সদরের টাউন স্কুলের সামনে আসলে আওয়ামী লীগের লোকজন তাদের উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাঙচুর ও নাশকতা সৃষ্টি করে। সেদিন ঐ ঘটনায় বিএনপির অনেক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় রুবেল সর্দার নামে একজন বাদী হয়ে সাবেক দুই সংসদ সদস্যসহ ৭৫ জন ও অজ্ঞাত নামা আরও ৫০-৬০ জনের নাম উল্লেখ করে গত ২৪ সালের ২৯ আগস্ট পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেন জানান, নাশকতা মামলায় ইউপি সদস্য আলাউদ্দিন গাজীকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available