• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে পৌষ ১৪৩১ বিকাল ০৫:২৪:৩৩ (08-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৫শে পৌষ ১৪৩১ বিকাল ০৫:২৪:৩৩ (08-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই গ্রেফতার

৭ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:০৯:২৮

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলকে গ্রেফতার করেছে পুলিশ।  

৭ জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মেহেরপুর আদালত চত্বর থেকে গ্রেফতার করা হয়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়,  জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ভাই মৃদুলের সঙ্গে ঠিকাদারি ব্যবসা করতেন দেবাশীষ বাগচী। পরে তার কাছ থেকে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করেন মৃদুল। মৃদুল তার ব্যাবসায়িক পার্টনার দেবাশীষ বাগচীকে ১ কোটি ৮০ লাখ টাকার চেক দেন। চেক দিয়ে গোপনে দেবাশীষ বাগচীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। দেবাশীষ বাগচী আদালতে চেক ডিজ-অনার মামলা দায়ের করেন।  সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় দুটি মামলা রয়েছে।  ব্যাবসায়িক পার্টনার দেবাসীস বাগচির দায়েরকৃত চেক ডিজ-অনার মামলাটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শারমিন নাহারের আদালতে রয়েছে। বিচারক শারমিন নাহার ছুটিতে থাকায় দ্বিতীয় আদালতের বিচারক জুয়েল রানা এ রায় দেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, সন্ত্রাসবিরোধী আইনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীর দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।  মৃদুলের এক সময়কার ঠিকাদারি ব্যবসায়িক পার্টনার দেবাশীষ বাগচী দায়ের করা একটি চেক ডিজ-অনার মামলায় আদালতে হাজিরা দিতে আসেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ধুনটে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
৮ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:২৪:২৫

লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:২০:৫৬