লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ইন্দ্রারপার এলাকা থেকে রাতের আঁধারে গাছ চুরির সময় ৪ যুবদলের সদস্যকে আটক করেছে পুলিশ। ৬ জানুয়ারি সোমবার দিবাগত মধ্যরাতে ইন্দারারপার বাজার সংলগ্ন শিঙাদার এলাকায় সড়কের গাছ কাটার সময় হাতেনাতে আটক হন তারা।
আটকরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মোকছেদ (৩৩), উজ্জ্বল (২৩), আশরাফুল (২৮) ও বুড়া মিয়া (২৬)। তাঁরা ওই ইউনিয়নের ভোলারচওড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বেশ কয়েক দিন থেকে প্রায় ২০ জনের একটি দল বিমানবন্দর এলাকা থেকে বড়বাড়ি যাওয়ার মহাসড়কের দুপাশে থাকা গাছগুলো কাটছিলো। এভাবে গাছ কাটতে থাকলে কিছু দিনের মধ্যে রাস্তার ধারের সকল গাছ শেষ হয়ে যাবে। ব্যবস্থা নেওয়া উচিত।
৭ জানুয়ারি সদর থানার ওসি আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা গাছ চুরির অপরাধে ৪ জনকে আটকসহ গাছ জব্দ করেছি। জেলা পরিষদ মামলা করবে। জেলা পরিষদ মামলা না করলে আমরা নিজেরাই মামলা করবো। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন (ভারপ্রাপ্ত) বলেন, একটি গাছ চুরির ঘটনা শুনেছি। আমরা লোক পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি। ইতোমধ্যে চুরি যাওয়া গাছ উদ্ধার করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available