ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ২৪টি প্রতিষ্ঠানের এতিম শিশুদের মাঝে ৮৪২টি কম্বল বিতরণ করা হয়েছে।
৭ জানুয়ারি মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র ও শীতার্ত এতিম শিশুদের মাঝে এসব কম্বল বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নাজিরহাট পৌর প্রশাসক মো. মেজবাহ উদ্দিন।
এ সময় পৌর প্রশাসক সহায়ক কমিটির সদস্য ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ছফি উল্লাহ ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মন্ডল অপু, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল আবসার, সহকারী প্রকৌশলী রাজীব বড়ুয়াসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available