কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে কম্বল বিতরণ করা হয়েছে। ৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার সাহেবাবাদ, দিঘীবাড়ী, রাজাবাড়ী, বৈরাগচালা দক্ষিণ সাহেবাবাদ এলাকার দরিদ্র মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শীতার্তদের মাঝে দুঃসময়ে মানবতার অনন্য নজির স্থাপন করেছে একটি পরিবার। এই উদ্যোগের নেতৃত্ব দেন সমাজসেবী ও মানবিক ব্যক্তিত্ব এরশাদ ফকির, তার দুই ভাই হাজী ইমরুল কায়েস ও হাজী আকরাম হোসেন।
শীতের তীব্রতা থেকে দরিদ্র জনগোষ্ঠীকে রক্ষার জন্য এ ধরনের উদ্যোগকে এলাকাবাসী অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা বলেন, এ ধরনের কার্যক্রম দরিদ্র মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শীতের এই সময়ে কম্বল পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। আমরা আশা করি, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে। এ ধরনের উদ্যোগ মানুষের প্রতি সহমর্মিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available