পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে সুন্দরবন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় শীতার্তদের মাঝে ১৫০০ কম্বল বিতরণ করা হয়।
৮ জানুয়ারি বুধবার সকালে উপজেলার মিয়ারহাট নুরজাহান হাবিব ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন সুন্দরবন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা, নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সাবেক সভাপতি মো. জাহিদ উদ্দিন, উপদেষ্টা মো. শহীদুল্লাহ, বারেক মিয়া, সদস্য আতিকুল ইসলাম লিটু, রফিকুল ইসলাম দুলাল ও আসাদুজ্জামান হাকিম।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেন, সুন্দরবন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অত্র অঞ্চল থেকে সুন্দরবনে কর্মরত ব্যবসায়িদের কল্যাণের জন্য এই সংগঠন গড়ে উঠেছিল। এখন তাদের অনেকে বেঁচে নেই। বর্তমানে সুন্দরবনের ব্যবসা কারো নেই। তবে, এই প্রাণের সংগঠন এখনো আছে। মেধাবী ও গরীব শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও সাহায্য সহযোগিতাসহ প্রতিবছর শীতে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করে থাকে সুন্দরবন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সর্বদা অসহায় মানুষের জন্য কাজ করে সুন্দরবন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
সুন্দরবন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও সুটিয়াকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহিদ উদ্দিন বলেন, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। দীর্ঘদিন ধরে সকলকে নিয়ে এই সংগঠন পথ চলছে; অসহায়, দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তিকালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌঁছে দিয়েছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, সকলের একটু সহযোগিতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available