• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে পৌষ ১৪৩১ সকাল ০৯:২০:১৫ (09-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে পৌষ ১৪৩১ সকাল ০৯:২০:১৫ (09-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মান্দায় সরকারি জমি দখল করে ঘর নির্মাণ

৮ জানুয়ারী ২০২৫ দুপুর ০১:৫১:৩২

মান্দায় সরকারি জমি দখল করে ঘর নির্মাণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় সরকারি খাস জমিতে টিনশেডের অবৈধ ঘর নির্মাণের অভিযোগ উঠেছে আমজাদ হোসেন ও তার ছেলের বউ মুসলিমা নামের দুইজন প্রভাবশালীর বিরুদ্ধে। উপজেলার চকরামপুর মৌজার ১নং খাস খতিয়ানের সাবেক ৫৪৫ এবং হাল দাগ ৭১৪ এর প্রায় ২৮ শতক জমি জবরদখল করে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে।

অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করে এই খাস সম্পত্তি দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করলে ইউনিয়ন পাজরভাঙ্গা ভূমি সহকারী কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেয় ইউএনও অফিস। অভিযোগের প্রায় এক মাস হলেও খাস সম্পত্তি পুনরুদ্ধারে এখন পর্যন্ত প্রশাসনের উল্লেখ করার মতো তেমন কোন পদক্ষেপ নেই বলে দাবি স্থানীয়দের।

দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহল সরকারি জমিটি দখলের চেষ্টা চালাচ্ছিল। সম্প্রতি তারা সেখানে জবরদখল করে স্থাপনা নির্মাণ করেছে বলে জানিয়েছেন। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে অবৈধ দখল উচ্ছেদ করার দাবি সচেতন মহলের।

অভিযুক্ত আমজাদ হোসেন বলেন, জমিটি খাস সম্পত্তি এটি আমি জানি, একজন হিন্দু মহিলার থেকে জমিটি মৌখিকভাবে নিয়ে ভোগদখল করছি, এতে আমার কোন সমস্যা হচ্ছে না।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নবীনদের বরণ করল বাকৃবির ফজলুল হক হল
৯ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:৩৩:৪৩