• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে পৌষ ১৪৩১ সকাল ০৯:১৬:০৪ (09-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে পৌষ ১৪৩১ সকাল ০৯:১৬:০৪ (09-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভৈরবে ১ কোটি ২৮ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও দালাল দম্পতি

৮ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৫৭:২৮

ভৈরবে ১ কোটি ২৮ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও দালাল দম্পতি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ১৫ জনকে ওর্য়াক পারমিট ও জব অফার লেটারসহ ইউরোপের কানাডা ও সার্বিয়া পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১ কোটি ২৮ লাখ টাকা হাতিয়ে নেয়োর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

৮ জানুয়ারি বুধবার বেলা ১১টায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ভিসা এপ্লিকেশন সেন্টার নামে ট্রাভেলস এজেন্সির বিরুদ্ধে শ্রীনগর গ্রামে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, ঢাকার গুলশানে অবস্থিত ভিসা এপ্লিকেশন সেন্টারের মালিক এম.এস. আজিজুল হক, তার স্ত্রী সাফরিন এবং ম্যানেজার ইউনুস আমাদের কাছ থেকে কানাডা ও সার্বিয়া পাঠানোর কথা বলে ১ কোটি ২৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। গত বছরের ১২ মার্চ কানাডা নেয়ার কথা বলে ১৫ জনের মধ্যে ৭ জনকে ভারত ও নেপাল নেয়া হয়। এরপর সেখান থেকে নকল ভিসার কারণে পুনরায় বাংলাদেশে ফেরত পাঠায়।

এরপর ওই ট্রাভেলসে গিয়ে দেখতে পাই তালাবদ্ধ করে অভিযুক্তরা পালিয়ে গেছে। এ ব্যাপারে আমরা বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকার নিকট বৈদেশিক কর্মসংস্থান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আইনে একটি মামলা দায়ের করেছি। দ্রুততম সময়ের মধ্যে প্রতারক এম এস আজিজুল হক, তার স্ত্রী সাফরিন হক ও ম্যানেজার মো. ইউনুসকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি সহ পাসপোর্ট ও ভিসা ফি বাবদ ১ কোটি ২৮ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নবীনদের বরণ করল বাকৃবির ফজলুল হক হল
৯ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:৩৩:৪৩