ধুনট (বগুড়া) প্রতিনিধি: ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।
সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহমেদ পাশা, ধুনট উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তফিস উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এবং সহকারী শিক্ষক আশরাফ আলীসহ আরও অনেকে। আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেলার স্টলগুলো পরিদর্শন করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available