• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১২:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১২:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

পূর্বধলায় নিউ পদ্মা সেতুর উদ্বোধন

৪ মে ২০২৩ দুপুর ১২:৪৬:২৭

পূর্বধলায় নিউ পদ্মা সেতুর উদ্বোধন

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নে কালিহর নদীতে বাঁশের সাঁকো উদ্বোধন করা হয়েছে। এতে সেতুর অভাবে ঝুঁকিতে থাকা প্রায় ১৫ গ্রামের ৩৬ হাজার বাসিন্দার ভোগান্তি লাঘব হবে।

৩ মে বুধবার দুপুরে উপজেলার ঘাঘরা ইউনিয়নে ১২০ ফুট দের্ঘ্য ও ৮ ফুট প্রস্থ সেতুর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। এতেই সন্তুষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

জানা যায়, জেলার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের ১৫ গ্রামের প্রায় ৩৬ হাজার বাসিন্দারা কালিহর নদীতে সেতুর অভাবে খেয়ার মাধ্যমে পারাপার হতো। এতে তাদের দুর্ভোগের যেন শেষ নেই। বর্ষাকালে এ দুর্দশা আরও তীব্র আকার ধারণ করে। নদী পার হতে গিয়ে প্রতিনিয়ত মানুষকে ছোট-বড় নানা ধরণের দুর্ঘটনার শিকার হতো। এসব ভোগান্তির কথা চিন্তা করে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের উদ্যোগে ও অর্থায়নে বাঁশ, কাঠ ও চাউ গাছ দিয়ে একটি সেতু নির্মাণ করা হয়েছে। স্থানীয়রা সেতুটির নাম দিয়েছেন নিউ পদ্মা সেতু।

সানকিডুয়ারী গ্রামের ভুক্তভোগী আ. রশিদ খানসহ আরও অনেকে বলেন, জন্মের পর থেকে তারা এই নদী পারাপারে দুর্ভোগের শিকার হয়ে আসছে। বর্ষাকালে এই নদীর দুই পারের মানুষের ভোগান্তি যেন আরও বেড়ে যায়। স্কুল পড়ুয়া ছোট-ছোট শিশুরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে থাকে। পাকা সেতু না হলেও আপাতত বাঁশের সেতুতেই সন্তুষ্ট । তবে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি স্থানীয়দের।

পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুর ইসলাম সুজন বলেন, শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে আমি সব সময় তৎপর রয়েছি। সেতুটি স্থায়ী করণের লক্ষে কাজ শুরু করেছি। আগামিতে বাজেট প্রাপ্তি সাপেক্ষে সেতটিু পাকা করণ করা হবে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫