রাশেদুল ইসলাম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ কেজি গাজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ নাজমা বেগম নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ৭ জানুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নাজমা বেগম লাভরাপাড়া এলাকার নাঈম মিয়ার স্ত্রী।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, ৭ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে লাভরাপাড়া এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় নাঈম মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাজা ও ৫০ কেজি ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে আটক করা হয় নাজমা বেগমকে।
তিনি বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available