• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে পৌষ ১৪৩১ দুপুর ১২:৩০:৪২ (09-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে পৌষ ১৪৩১ দুপুর ১২:৩০:৪২ (09-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রামপালে যাত্রাপালার নামে অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে ইমাম সমিতির বিক্ষোভ সমাবেশ

৮ জানুয়ারী ২০২৫ রাত ০৮:০৭:৩০

রামপালে যাত্রাপালার নামে অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে ইমাম সমিতির বিক্ষোভ সমাবেশ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপালে যাত্রাপালার নামে অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে উপজেলা ইমাম সমিতির পক্ষ থেকে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৮ জানুয়ারি বুধবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা ইমাম সমিতির নেতৃবৃন্দ ফয়লাহাট বাসস্ট্যান্ড মসজিদের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ ও সমাবেশ শেষে খুলনা মোংলা মহাসড়কে এ বিক্ষোভ সমাবেশ বের করেন।

রামপাল ইমাম সমিতির সভাপতি ফয়লা বাজার মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে ও ইমাম সমিতির সাধারণ সম্পাদক এবং তাপবিদ্যুৎ কেন্দ্র রোড সংলগ্ন হজরত উমর রা. জামে মসজিদের ইমাম হাফেজ কারী মাহবুবুর রহমান সঞ্চালনা করেন।

এ সময় বক্তব্য রাখেন- রামপাল উপজেলা জামায়াত ইসলামের আমির আলহাজ মল্লিক আব্দুল হাই, ভাগা আর রহমান জামে মসজিদের খতিব মাওলানা জিহাদুল ইসলাম, ফয়লা আসিয়া মাদ্রাসার প্রিন্সিপাল শরীফ মোহাম্মদ আবদুল কাদির, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, ফয়লা বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব ও ইমাম সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ কারী আল আমিন, মাওলানা মিরাজ মাহমুদ সহ ইমাম সমিতির নেতৃবৃন্দ। মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

বক্তাগণ বলেন, রামপালের মাটিতে কোনো প্রকার অনৈসলামিক কার্যকলাপ করতে দেয়া হবে না। আমরা বাগেরহাট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছি। রামপাল প্রেসক্লাব নামের একটি সংগঠনের সভাপতি ফকির আতিয়ার রহমান ও তার দোসররা খুলনার জনৈক ফারুক আনন্দ মেলার নামে যাত্রাপালা আয়োজন করে। রামপাল প্রেসক্লাবের আতিয়ার মোটা টাকার ডোনেশনের বিনিময়ে মেলার অনুমোদন করায়। বিষয়টি জানাজানি হলে এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ধোঁয়াশার সৃষ্টি হয়। 

রামপাল থানার ওসি মো. সেলিম রেজা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক হলেন রফিকুল
৯ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:১১:৪৩



মেহেরপুরে ফুলকপি চাষ করে বিপাকে কৃষকরা
৯ জানুয়ারী ২০২৫ সকাল ১১:৩৪:৪৯

ঝিনাইদহে গ্রেনেড উদ্ধার করেছে র‌্যাব
৯ জানুয়ারী ২০২৫ সকাল ১১:১৮:২৮