পঞ্চগড় প্রতিনিধি: ‘জুলাইয়ের প্রেরণা; দিতে হবে ঘোষণা’-এ প্রতিপাদ্যে পঞ্চগড়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষে পঞ্চগড়ে ৭ দফা দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে এ দুটি সংগঠন।
৮ জানুয়ারি বুধবার বিকালবেলা পঞ্চগড় কোর্ট চত্বর ও পঞ্চগড় বাজার এলাকায় এ দুটি সংগঠন তাদের এই কর্মসূচি পালন করে। এতে তারা সর্বস্তরের ছাত্র-জনতার হাতে ৭ দফা দাবি সম্বলিত লিফলেট তুলে দেন।
দাবিগুলোর মধ্যে প্রধান দাবি হলো অবিলম্বে সরকার কর্তৃক জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করা ও তা জাতির সামনে তুলে ধরা। ঘোষণাপত্রে অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আহতদের রাষ্ট্রীয়ভাবে বিনামূল্যে চিকিৎসা প্রদান, আওয়ামী খুনী ও দোসরদের বিচার নিশ্চিত।
এ ছাড়াও ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন এবং ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ধারণা জাতির কাছে তুলে ধরার দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সংগঠক শিশির আসাদ, নয়ন তানবীরুল বারী, সাদিক শুভ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোকাদ্দেসুর রহমান সান প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available