সাজেদুল হক প্রান্ত, নরসিংদী: খুনি হাসিনা সরাসরি এবং পরোক্ষভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ইমেজকে সংকটে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের প্রকৃত বন্ধু হওয়ার আহ্বান জানিয়ে বলেন, টাকার দিকে না তাকিয়ে বাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে হবে।
৮ জানুয়ারি বুধবার বিকেলে নরসিংদী জেলা কারাগারের মূল ফটকের সামনে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রসঙ্গে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণকালে এক পথসভায় সারজিস আলম এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, এই ঘোষণাপত্রে সাত দফা অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে, যার মধ্যে রয়েছে:
১. ‘জুলাই অভ্যুত্থান’র শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আহতদের বিনামূল্যে চিকিৎসাসেবা।
২. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে স্বীকৃতি।
৩. খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের নিশ্চয়তা।
৪. গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা বজায় রাখা।
৫. নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার।
৬. নাগরিক পরিচয়কেন্দ্রিক রাষ্ট্রকাঠামো গঠন।
৭. ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ।
সারজিস আলম আরও বলেন, হাসিনা তার দোসরদের দিয়ে দেশব্যাপী চাঁদাবাজি, একনায়কতন্ত্র ও পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এখনো সিএনজি অটোরিকশা ও বাসস্ট্যান্ডে চাঁদাবাজি চলছে। তিনি বলেন, বিগত সরকারের সময় সৃষ্ট অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়।
লিফলেট বিতরণ কার্যক্রমটি ইটাখোলা এবং ঢাকা-সিলেট মহাসড়কের অন্যান্য স্থানে অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে শত শত শিক্ষার্থী ও জনতা এতে অংশগ্রহণ করে।
সারজিস আলম আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়ন করবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available