• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে পৌষ ১৪৩১ রাত ১০:২২:০৮ (09-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে পৌষ ১৪৩১ রাত ১০:২২:০৮ (09-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

দুর্গন্ধময় বিষাক্ত শীতলক্ষ্যার কাছে যেতেও মানুষ ভয় পায় : জেলা প্রশাসক

৯ জানুয়ারী ২০২৫ সকাল ১০:৪০:৫৮

দুর্গন্ধময় বিষাক্ত শীতলক্ষ্যার কাছে যেতেও মানুষ ভয় পায় : জেলা প্রশাসক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: শীতলক্ষ্যাসহ নারায়ণগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া নদীগুলো দখল ও দূষণ রোধে স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারি বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেআইজেড বাংলাদেশ।

কর্মশালায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক এএইচএম রাশেদ, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক মোবারক হোসেন প্রমুখ। এসময় জিআইজেড, ব্র্যাক, ডাইং অ্যাসোসিয়েশন, নিটিং এসোসিয়েশনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ ছিলেন।

কর্মশালায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যাসহ নদীগুলোর দখল দূষণ রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর অ্যাকশন প্ল্যান দ্রুত জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়।

সভায় জেলা প্রশাসক জানান, শীতলক্ষ্যা নদীর পানির যে রঙ সেটাকে পানির স্বাভাবিক রঙে ফিরিয় আনতে চাই। সেজন্য আমরা জিআইজেডের সহযোগিতায় একটি অ্যাকশন প্ল্যান তৈরি করছি। বর্তমানে শীতলক্ষ্যার কাছে যেতেও মানুষ ভয় পায়। যে দুর্গন্ধময় বিষাক্ত অবস্থা রয়েছে সেটা থেকে স্বাভাবিক অবস্থায় শীতলক্ষ্যাকে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জিপির ‘ফ্যান্টাস্টিক ফ্রাইডে’ অফার
৯ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:৩২








সিদ্ধিরগঞ্জে গাড়ি চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার
৯ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৪৮:৪৭