নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির সাবেক কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি রোকন উদ্দিন মোল্লা ও তার সহধর্মিনীর স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলার রোকন উদ্দিন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে বাগবাড়ী কমপ্লেক্সে এ আয়োজন করা হয়।
রোকন উদ্দিন মোল্লার মেঝ ছেলে এএন এমডি মহিউদ্দিন মোল্লার পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন এএন মাঈন উদ্দিন মোল্লা, এএন এমডি কুতুব উদ্দিন মোল্লা, এএন এমডি খবিরউদ্দিন মোল্লা, এএন এমডি মাহতাব উদ্দিন মোল্লাসহ প্রয়াত মরহুম রোকন উদ্দিন মোল্লা ও তার সহধর্মিনীর পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে মরহুম রোকন উদ্দিন মোল্লার কর্মময় জীবন নিয়ে আলোচনা করে উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে ১০ হাজার লোকের মেজবানীর আয়োজন করা হয়।
বক্তারা বলেন, প্রয়াত রোকন উদ্দিন মোল্লা দেশের একজন প্রতিষ্ঠিত শিল্পপতি, ধর্ম অনুরাগী, নারী ও ধর্মীয় শিক্ষার অগ্রদূত ছিলেন। তিনি উপজেলা সদরে গার্লস স্কুল, গার্লস ডিগ্রি কলেজ এবং রসুলপুরে ফাজিল মাদ্রাসাসহ বহু প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা করেন। উল্লেখ্য, তিনি ২০১৪ সালের ২৪ জুলাই মৃত্যুবরণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available