লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার মোস্তফীহাট এলাকার একটি হিমাগারে পুলিশ কর্মকর্তাদের দাওয়াতে যাওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ওপর বেধড়ক লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।
আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দাবিতে বুধবার মধ্যরাতে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। আজ সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের ও জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ফিরোজ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বগুড়ার এক ব্যক্তির মালিকানাধীন ওই হিমাগারটি কয়েক বছর ধরে ভাড়ায় চালাচ্ছিলেন স্থানীয় গোকুন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আখেরুল ইসলাম। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যা মামলার আসামি। মোস্তফীহাট এলাকার ওই হিমাগারে গতরাতে নৈশভোজে আসেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী। ফলে সেখানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর থানার ওসি আব্দুল কাদের ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেনসহ পুলিশ সদস্যরা।
হত্যা মামলার আসামির দায়িত্বে থাকা হিমাগারে–পুলিশ কর্মকর্তারা নৈশভোজে যোগ দিয়েছেন-এমন খবরের ভিত্তিতে স্থানীয় যুবদলের দুই কর্মী সেখানে গিয়ে ছবি তুললে পুলিশ বাধা দেয় ও তাদের লাঞ্ছিত করে। পরে এই খবর পেয়ে সেখানে বিএনপির আরও বেশকিছু নেতাকর্মী উপস্থিত হলে পুলিশের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাদের ওপর বেধড়ক লাঠিচার্জ করা হয়। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারসহ ১০/১২ জন আহত হয়। যাদের মধ্যে দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুস সাত্তার জানান, মাদকসহ একাধিক মামলার আসামি আখের উদ্দিনের হিমাগারে পুলিশের রংপুর, কাউনিয়া ও লালমনিরহাটের শীর্ষ কর্মকর্তাগণ দাওয়াতে অংশ নেন।
ওই কোল্ড স্টোরেজ দখল নেওয়া নিয়ে বর্তমান একটি রাজনৈতিক দলের নেতাকর্মীর সাথে আওয়ামী লীগের নেতাকর্মীর দ্বন্দ্বের সূত্র ধরেই এরকম ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের ও জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন।
তবে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের দাওয়াতের প্রসঙ্গটি এড়িয়ে বলেন, ওই এলাকায় পুলিশের নিয়মিত টহল ছিল। সেখানে সড়ক অবরোধ দেখে পুলিশ লাঠিচার্জ করে।
এ ঘটনায় সদর থানার অফিসার ইনচার্জ ও জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জকে প্রত্যাহার করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।
তিনি বলেন, ওই ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তাকে তাদের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হককে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available