• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে পৌষ ১৪৩১ রাত ১০:৫১:২৪ (09-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে পৌষ ১৪৩১ রাত ১০:৫১:২৪ (09-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ নাহিদুল হবিগঞ্জের লাখাইয়ে গ্রেফতার

৯ জানুয়ারী ২০২৫ সকাল ১১:০৩:১৫

আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ নাহিদুল হবিগঞ্জের লাখাইয়ে গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ নাহিদুল ইসলামকে হবিগঞ্জের লাখাই থানা পুলিশ গ্রেফতার করেছে।

জানা গেছে, গ্রেফতার হওয়া নাহিদুল ইসলামের এখনো গলায় গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার আপন খালাতো ভাই হাফেজ ইমরান আহমেদ শহীদ হন। নাহিদুল ইসলামের আরেক খালাতো ভাই গুলিবিদ্ধ হয়ে আহত হন।

নাহিদুল ইসলামের নানার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের একটি পারিবারিক বিরোধে দায়েরকৃত মামলায় আসামী হিসাবে উল্লেখ করা হয়। ১৮ অক্টোবরের ঘটনায় দায়েরকৃত মামলার সময়ও নাহিদুল ঢাকায় চিকিৎসাধীন ছিলেন বলে তার পরিবার দাবি করেছেন।

এ ব্যাপারে নাহিদুল ইসলামের মা ছাবিকুন্নাহার জানান, আমাদের একটি জায়গা দিয়ে জোর করে রাস্তা করার চেষ্টা করে আসছে জিরুন্ডা গ্রামের মোজাক্কির মিয়া ও তার লোকজন। এনিয়ে দুই পক্ষের বিরোধে আমাদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয়।

তিনি আরও বলেন, ‘আমাদের উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলার আসামীদের পুলিশ গ্রেফতার করছে না। উপরন্ত ঢাকা থেকে চিকিৎসা নিয়ে একদিনের জন্য নানার বাড়িতে আসা গুরুতর আহত নাহিদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে।

লাখাই থানার ওসি জানান, নাহিদুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে আহত তা আমার জানা ছিল না। পরে শুনেছি। তখন কিছু করার ছিল না। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জিপির ‘ফ্যান্টাস্টিক ফ্রাইডে’ অফার
৯ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:৩২








সিদ্ধিরগঞ্জে গাড়ি চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার
৯ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৪৮:৪৭