ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বাড়িবাথান এলাকা থেকে ১টি গ্রেনেড উদ্ধার করেছে ঝিনাইদহ র্যাব-৬। ৮ জানুয়ারি বুধবার দুপুরে ওই উপজেলার বাড়িবাথান গ্রামের চরপাড়া মাঠ থেকে এ গ্রেনেডটি উদ্ধার করা হয়।
আরজেএসএম৩৬ গ্রেনেডটি র্যাবের বোম ডিস্পোজাল ইউনিট ধ্বংস করে।
ঝিনাইদহ র্যাবের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে সদরের চরপাড়া গ্রামের মাঠে পরিত্যাক্ত জায়গায় একটি বোমা সাদৃশ্য পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালিয়ে ঘাষের ভেতরে থাকা একটি বোমা উদ্ধার করে।
উদ্ধার বোমাটি আরজেএসএম৩৬ গ্রেনেড বলে র্যাব নিশ্চিত হয়। পরে র্যাবের বোম ডিস্পোজাল ইউনিট গ্রেনেডটি ওই মাঠের মধ্যে ধ্বংস করে। তবে গ্রেনেডটি কে বা কারা এখানে রেখে গেছে সেটি জানাতে পারেনি। অভিযানকালে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available