সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৩৩৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে।
৩ মে বুধবার সকালে সাদুল্লাপুর উপজেলা পরিসংখ্যান কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৫৮ টি মাধ্যমিক ও সমমানের বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাবগুলো বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহরিয়ার খাঁন বিপ্লব। উপস্থিত ছিলেন ৫৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরাও ।
এসময় সাদুল্লাপুর উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের এসআই আনিছুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পে ব্যবহৃত ট্যাব গুলো বিতরণের নির্দেশ দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রথম দফায় ৩৩৮ জন মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে ট্যাব বিতরণ করা হয়।
তিনি বলেন, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্কুলে আরও ট্যাব বিতরণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available