সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে শিমরাইল এলাকায় গড়ে উঠা প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে ।
৩ মে বুধবার সকাল ১১টায় শিমরাইল বক্স টিআই শরফুদ্দিনের নেতৃত্বে একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অংশ নেয় নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদফতর, নারায়ণগঞ্জ জেলা পুলিশ, হাইওয়ে ট্রাফিক পুলিশ এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রী সাধারণের চলাচলে ভোগান্তি কমাতে এই উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ এবং সড়ক ও জনপথ অধিদফতর ।
দেখা যায়, সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট। ওই এলাকার প্রভাবশালী মহল এসব দোকানপাট গড়ে তুলে দীর্ঘদিন ধরে হকারদের কাছ থেকে ভাড়া আদায় করে আসছিল। এসব দোকান থেকে এককালীন ৫০ হাজার থেকে ১ লাখ টাকা অগ্রিম নিয়ে দৈনিক ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হতো। এ নিয়ে প্রায়ই বিভিন্ন স্থানীয় প্রভাবশালীদের মধ্যে সংঘর্ষ লেগে থাকতো। এ উচ্ছেদ অভিযানটি শিমরাইল মোড় ও আশপাশের এলাকায় পরিচালনা করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available