খুলনা ব্যুরো: খুলনার পাইকগাছায় মৎস্য ঘের দখল চেষ্টায় বাঁধা দিলে দুপক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
৮ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শ্যামনগরে অবৈধ দখল চেষ্টা ও মারপিটের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলার বিরাশীর আমির আলী গাজীর ছেলে মৎস্য ঘের মালিক আবু হানিফ জানান, শ্যামনগর মৌজায় বিভিন্ন দাগ খতিয়ানের ৬০ বিঘা জমিতে দীর্ঘ দিন ধরে মৎস্য ঘের করে আসছি। এ ঘের নিয়ে শ্যামনগরের মোনছোপ সানার ছেলে মুজিবর সানা গংদের সাথে বিরোধ চলে আসছিল। তিনি অভিযোগ করেন বিরোধের সূত্র ধরে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মুজিবর সানার ইন্ধনে প্রতিপক্ষরা বহিরাগত লোক নিয়ে বেআইনিভাবে ঘের দখল চেষ্টা চালিয়ে বাসাবাড়ি ও মালামাল ভাঙচুর করে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটায়।
তিনি আরও জানান, খবর পেয়ে বাঁধা দিলে প্রতিপক্ষদের হামলা মারপিটে ঘের কর্মচারী মামুন মোড়ল (৩৫) সহ ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় ঘের মালিক আবু হানিফ গাজি বাদী হয়ে প্রতিপক্ষ মুজিবর সানা (৫৫) নওয়াব মোড়লের দুছেলে হাফিজুল মোড়ল (৩৭) ও বিল্লাল মোড়ল(৪৬), সাদের মোড়ল ( ৫৭) ও তার ছেলে মিন্টু (৩৪) এর বিরুদ্ধে থানায় এজহার দাখিল করেছেন।
এ বিষয় মুজিবর রহমান সানা জানান, আমাদের জমিতে আমরা জরিপ করছিলাম। তখন প্রতিপক্ষরা আমার লোকজনকে মারপিট করে আহত করেছে।
পাইকগাছা থানার ওসি মো. সবজেল হোসেন জানান, চিংড়ি ঘেরের জমির বিরোধে দুপক্ষের মারপিটের ঘটনায় এক পক্ষের এজাহার পেয়েছি। তিনি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available