বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জের ধরে সাংবাদিক ও দুই শিক্ষিকাসহ ৫ জনকে কুপিয়ে ও পিটিয়া আহত করার অভিযোগ পাওয়া গেছে। ৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- দৈনিক খবর পত্রের বাউফল উপজেলা প্রতিনিধি এইচ এম বাবলু (৪২), পূর্ব দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাকিলা জাহান তানজিলা (৩৫), মধ্য কর্পূরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস টুলি (৩৮), মোসা. ঝুমুর আক্তার (৩০) ও সাইদুর রহমান সোহেল (৩৫)।
এদের মধ্যে গুরুতর আহত তানজিলাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দাশপাড়া ইউনিয়ন জামায়াতের রোকন ও খেজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা সামসুল হক ওরফে সোনা গাজীর ছেলে মো. শাহ আলম গাজীর নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল এ হামলা করেছে জানিয়েছেন আহত সাংবাদিক এইচ.এম বাবলু।
সাংবাদিক এইচ.এম বাবলু বলেন, ৬৩৪ খতিয়ানের একাধিক দাগে পৈত্রিক সূত্রে আমরা ২ একর ৪৯ শতক জমির মালিক। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শাহ আলম গাজি, তার ভাই মনির গাজি ও চাচাতো ভাই মশিউর ক্ষমতার প্রভাব ঘাঁটিয়ে আমাদের জমি দখল করে ভোগ করেন।
আওয়ামী সরকার পতনের পর আমাদের বেদখল হওয়া জমি উদ্ধারের জন্য প্রশাসনের সহায়তা চাই। থানার ওসি একাধিক বার সালিশ মীমাংসার চেষ্টা করলেও শাহ আলম গাজীরা জামায়াতের প্রভাব ঘাঁটিয়ে সালিশি প্রত্যাখান করে জোর করে জমি দখলে রাখেন। ঘটনার দিন আমরা জমির কাছে গেলে শাহ আলম গাজীর নেতৃত্বে তার ভাই মনির ও মশিউরসহ ৩০-৪০ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে আমাদের ওপর হামলা করেন। হামলায় আমি, আমার বোন, ভাবিসহ ৫ জন আহত হই।
হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে দুই জনকে আটক করে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available