লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে গভীর রাতে গরু চুরি করে পালানোর সময় পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় একটি ট্রাক ও গরুসহ আজমল (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
৯ জানুয়ারি বৃহস্পতিবার ভোর ৩টার দিকে উপজেলার ঠাকুর মোড়ে ব্যারিকেট দিয়ে ট্রাক থামিয়ে তাকে আটক করে পুলিশ। আটক আজমল উপজেলার ফুলবাড়ী গ্রামের আশরাফ আলির ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, সংঘবদ্ধ গরু-মহিষ চোরচক্র উপজেলার ধরবিলা গ্রামের সুলতান নামে এক ব্যক্তির বাড়ি থেকে ৫টি গরু চুরি করার চেষ্টা করেছিল। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে তারা ৪টি গরু ফেলে রেখে একটি গরু ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিকভাবে লালপুর থানার ওসির নেতৃত্বে টহলরত পুলিশ লালপুর-আব্দুলপুর সড়কের ঠাকুর মোড়ে ব্যারিকেড দিয়ে ট্রাকটি আটকিয়ে দেয়। এসময় গরু ও ট্রাকসহ একজনকে আটক করা গেছে। তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পলাতকদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।
এ বিষয়ে লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ সাড়া দিয়েছে এবং লালপুর থানার ওসির নেতৃত্বে সড়কে ব্যারিকেট দিয়ে সিনেমা স্টাইলে চোর ধরা হয়েছে। পুলিশের এমন তৎপরতা সত্যিই প্রশংসনীয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available