• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে পৌষ ১৪৩১ সকাল ০৭:৩৯:০৯ (10-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে পৌষ ১৪৩১ সকাল ০৭:৩৯:০৯ (10-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় কৃষককে পিটিয়ে হত্যা!

৯ জানুয়ারী ২০২৫ রাত ১০:২০:৫৩

ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় কৃষককে পিটিয়ে হত্যা!

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে বাধা দেওয়ায় দুলায়েত হোসেন দুলাল (৬৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মাস্টারপাড়া এলাকার রুপাইছড়ি খাল সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।

জানা যায়, স্থানীয় সোহাগ, শরীফ ও দেলোয়ারসহ ১০/১২ জনের একটি সিন্ডিকেট বিএনপি’র নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে কৃষক দুলালের খতিয়ানভুক্ত জমি থেকে বালু উত্তোলন করে আসছে। ঘটনার দিন বালু উত্তোলনে কৃষক দুলাল বাধা দিলে সিন্ডিকেটের লোকজন তার উপর চড়াও হয়ে ড্রেজার মেশিনের হ্যান্ডেল দিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলে কৃষক দুলালের মাথার মগজ বের হয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় পার্শ্ববর্তী রূপাই চড়ায় তাকে ফেলে দেয়া হয়। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত আজিম উল্লাহ বাহার এরকম একটা ঘটনা ঘটেছে বলে জানিয়ে এ বিষয়ে বাগানবাজার ইউনিয়ন বিএনপির সভাপতির সাথে কথা বলতে বলেন।

এদিকে বাগানবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক বাবুল জানান, বিএনপির নাম ভাঙ্গিয়ে বালু উত্তোলন করলেও এরা বিএনপি’র কেউ না। এরা মূলত আওয়ামী লীগেরই সন্ত্রাসী। কৃষককে পিটিয়ে হত্যার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এটা খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক একটি ঘটনা। এটার তীব্র নিন্দা জানাই। এ ধরনের কাজ যাতে ভবিষ্যতে কেউ করতে সাহস না পায় সেজন্য এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি ।

এ বিষয়ে জানতে চাইলে ভূজপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুল হক জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে দুলাল নামের ওই কৃষক গুরুতর আহত হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি মৃত্যুবরণ করেন। পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে রয়েছে বলে জানিয়ে ঘটনাস্থল থেকে ফিরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, বিকেলে তাৎক্ষণিকভাবে খবর পাওয়ার পর ওসি সাহেবকে ঘঠনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা নেয়া হবে এবং এসব অবৈধ বালু মহালের বিরুদ্ধে দ্রুত অভিযান চালানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়নে বিএনপি-জামায়াতের নাম ব্যাবহার করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালী চক্রটি। এসব চক্র প্রশাসনকে ম্যানেজ করে বালু উত্তোলন করে যাচ্ছে বলে জানা যায়। প্রশাসন কয়েকটি বালু মহালে অভিযান চালিয়ে ব্যবস্থা নিলেও কোনো মতেই বন্ধ হচ্ছে না এসব অবৈধ বালু উত্তোলন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জিপির ‘ফ্যান্টাস্টিক ফ্রাইডে’ অফার
৯ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:৩২








সিদ্ধিরগঞ্জে গাড়ি চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার
৯ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৪৮:৪৭