মোতালেব হোসেন, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বীরমুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ৩ মে বুধবার এ উপলক্ষে দুপুরে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে উপজেলা পরিষদ মিলনায়তনে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিল তরফদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. মারিয়াম খাতুন। তিনি যুদ্ধকালীন সময়ে দেশের জন্য মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগের কথা তুলে ধরেন।
ঈদ পরবর্তী সময়ে উপজেলার মুক্তিযোরা একত্রিত হতে পেরে সকলেই তাদের অতীতের স্বৃতিচারণ করে আনন্দ প্রকাশ করেন। পরে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সৌজন্য উপহার তুলে দেওয়া হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, বিশিষ্ট সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা মোমিনুল হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শামসুল হক, আমজাদ হোসেন, সরদার বয়েত রেজা, বীরমুক্তিযোদ্ধা হযরত আলী, আফসার আলী, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুস সাত্তার প্রামাণিক ও বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available