• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪৭:১৯ (10-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪৭:১৯ (10-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিবচরে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১০ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:১০:৪৫

শিবচরে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজে ২০২৩ সালের একাদশ শ্রেণির বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

৯ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে কলেজ শাখার আয়োজনে কলেজ গ্রন্থাগারে এ পুরস্কার বিতরণ করা হয়। জানা গেছে, ড. নুরুল আমিন কলেজের একাদশ শ্রেণির বইপড়া কর্মসূচির আওতায় ২০ জন সদস্য চারটি ক্যাটাগরিতে পুরস্কার ও সনদ লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান। বিশ্ব সাহিত্য কেন্দ্র কলেজ শাখার সংগঠক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এখলাস উদ্দিন চুন্নুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিবচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক জুয়েল আহমেদ, শিবচর প্রেস ক্লাবেরসহ সভাপতি শাখাওয়াত হোসেন মোল্লা প্রমুখ।

বিশ্ব সাহিত্য কেন্দ্র কলেজ শাখার সংগঠক এখলাস উদ্দিন চুন্নু বক্তব্যের শুরুতেই ছাত্রছাত্রীবৃন্দ এবং উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের জ্ঞান পিপাসা বাড়াতে হবে এবং এই পিপাসা মেটানোর চেষ্টা করতে হবে। আর এই পিপাসা মেটানোর মাধ্যম হলো বই। পৃথিবীতে যা কিছু বড়, শ্রেষ্ঠ তার সবই পাবে বই এর মধ্যে। নিজেদের জ্ঞানকে বৃদ্ধি করার জন্য বই পড়ার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে বিশাখের সদস্য অথরা সাহা, সিনহা সাহা, লাকি আক্তার ও বর্ষা রানি প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ধুনটে ইমামকে মারধরের ঘটনায় সংবাদ সম্মেলন
১০ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:০৩:২৯

কেরানীগঞ্জে ময়লার টাকা নিয়ে মারামারি, নিহত ১
১০ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:০৩:০৭