গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাধন ফকির (১৫) ও মাহিম শেখ (১৬) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
১০ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা জালালাবাদ ইউনিয়নের গোপিনাথপুর-কোটাখোল সড়কের দূর্গাপুর মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাধন ফকির সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইছাখালি গ্রামের বুলবুল ফকিরের ছেলে। তিনি খালিয়া ইউনাইটেড অ্যাকাডেমির ৯ম শ্রেণীর শিক্ষার্থী। মাহিম শেখ একই গ্রামের পলাশ শেখের ছেলে। তিনি পাচুড়িয়া আলিয়া মাদ্রাসার ৯ম শ্রেণীর শিক্ষার্থী।
নিহত মাহিম শেখের বাবা পলাশ শেখ বলেন, বোন জামাই (মাহিমের ফুফা) আমাদের বাড়িতে বেড়াতে আসছে। আমরা বাড়িতে কথা বলছিলাম। এ সময় মাহিম তার ফুফার মোটরসাইকেলের চাবি নিয়ে কখন বের হয়ে গেল তা জানি না। কিছু সময় পরে এলাকার লোক এসে খবর দেয় মাহিম অ্যাকসিডেন্ট করেছে। গিয়ে দেখি আমার ছেলে আর নেই। আমার এত বড় ক্ষতি হয়ে যাবে তা বুজতে পারিনি।
মাহাবুর ফকির বলেন, ওরা দুই জন মোটরসাইকেল নিয়ে যখন যাচ্ছিল তখন দেখলাম মাহিম মোটরসাইকেল চালাচ্ছিল। গতি ছিল অনেক বেশি। অনেক গতিতে চালানোর কারণে মোড়ে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে পারেনি তখন গাছের সাথে ধাক্কা লেগে দুজনেই দূরে সিটকে পড়ে। আমার মনে হয় ওখানেই তার নিহত হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মাদ সাজেদুর রহমান বলেন, দুর্ঘটনায় নিহত ওই দুইজন একই মোটরসাইকেলে করে জালালাবাদের ইছাখালি থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। তাদের মটরসাইকেল চালানোর কোনো দক্ষতা ও ড্রাইভিং লাইসেন্স নেই। অতিরিক্ত গতিতে মটরসাইকেল চালানোর কারণে দূর্গাপুর মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হয়।
তিনি আরও বলেন, এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available