• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে পৌষ ১৪৩১ রাত ০৯:৪৫:২৪ (10-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে পৌষ ১৪৩১ রাত ০৯:৪৫:২৪ (10-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

দাউদকান্দিতে ৩০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১০ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:২৯:০০

দাউদকান্দিতে ৩০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: ‘চলো আমরা একসাথে, জয় করবো মানবতাকে’ এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে ৩০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) দেওয়া হয়েছে।

১০ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় উপজেলার জুরানপুর আদর্শ কলেজের পশ্চিম পাশে আলোর দিশারী মানবসেবা সংগঠনের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

সাইফুল ইসলাম প্রধানের সভাপতিত্বে ও সহ-সভাপতি ইঞ্জি. মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এম এ লতিফ ভূইয়া ও সংগঠনের স্থায়ী পরিচালক মুন্নি প্রধান।

বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. সুমন সিকদার, দাউদকান্দি ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মো. ইমরান মাসুদ,  সিদ্দিকুর রহমান ও আওলাদ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সহ-সভাপতি ইঞ্জি. মাজহারুল ইসলাম, সহ-সভাপতি আল আমিন তালুকদার, সাধারণ সম্পাদক এস বি সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, অর্থ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম, দপ্তর সম্পাদক মো. আলমগির হোসেন,  মহিলা বিষয়ক সম্পাদিকা শাহনাজ, ধর্ম বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, সদস্য মো. জামাল, সদস্য মো. হাসান, সদস্য রাবেয়া আক্তার।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী হাজী মোয়াজ্জেম হোসেনের তত্ত্বাবধানে ও সকল প্রবাসী সদস্যদের অর্থায়ানে হতদরিদ্র মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।   

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পালালেন এক ওসি, প্রত্যাহার বর্তমান ওসি
১০ জানুয়ারী ২০২৫ রাত ০৮:২৮:৪২







পঞ্চগড় সীমান্তে ডলার-ইউয়ান-রুপীসহ বাংলাদেশি আটক
১০ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:১৩