দৌলতখান (ভোলা) প্রতিনিধি: মাদককে না বলি, মাদক মুক্ত দেশ ও সমাজ গড়ি, এ শ্লোগানে ভোলার দৌলতখানে ছাত্রদলের মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১০ জানুয়ারি শুক্রবার বিকালে উপজেলা ছাত্রদল, পৌর শাখা ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে এ মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি পৌর শহরের মেইন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
ছাত্রদলের আহ্বায়ক মো. সঞ্জিব মৃর্ধা সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাকিব পণ্ডিতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদস্য সচিব সোহান হাওলাদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান, পৌর ছাত্রদলের সদস্য সচিব জুয়েল মৃর্ধা, নোমান হাওলাদার, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলম ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন- আব্বাছ শিকদার, জাহিদ, হাবিবুল বাশর মিটু, মো. হারুন, ইমরান হোসেন ইমু, কলেজ ছাত্রদলের সভাপতি মীর মো. মেজবাহ উদ্দীনসহ ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available