• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে পৌষ ১৪৩১ রাত ১০:৪০:৪০ (10-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে পৌষ ১৪৩১ রাত ১০:৪০:৪০ (10-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঠাকুরগাঁওয়ে দর্শনার্থীদের চাপে পণ্ড জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি

১০ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:১৭:৩৬

ঠাকুরগাঁওয়ে দর্শনার্থীদের চাপে পণ্ড জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদি অনুষ্ঠানে মারামারি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নির্ধারিত সময়ের আগেই স্থগিত হয়ে যায় অনুষ্ঠানটি। পরে মধ্যরাতে স্বল্পসংখ্যক দর্শক নিয়ে আবারও শুটিং শুরু করেন অনুষ্ঠনটির পরিচালক হানিফ সংকেত।

৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যার পরে ঠাকুরগাঁও রাণীশংকৈলের রাজবাড়ীতে আয়োজিত ইত্যাদির অনুষ্ঠান ঘিরে এমন ঘটনা ঘটে। ইতোমধ্যে অনুষ্ঠানের বেশ কিছু মারপিট ও ভাংচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

তবে এমন পরিস্থিতির জন্যে অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছে। অনুষ্ঠানের বিভিন্ন ছবি ও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সমালোচনার সরব নেটিজেনরা।

জানা যায়, ঠাকুরগাঁও জেলাজুড়ে প্রায় ৩ হাজার প্রবেশ পাশের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে প্রায় অর্ধ লক্ষ মানুষের সমাগম হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে। অনুষ্ঠান কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে এসে স্থগিত করতে বাধ্য হন কর্তৃপক্ষ।

অনুষ্ঠান স্থগিত করার ঘোষণায় ইত্যাদি অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেত বলেন, অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যেই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না।

এ ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, লক্ষাধিক দর্শনার্থীদের চাপে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান "ইত্যাদি" এর শুটিং বন্ধ থাকলেও পরবর্তীতে শুটিং ও ভিডিও ধারণ সম্পন্ন হয়েছে। কোনো অভিযোগ নাই ইত্যাদি কর্তৃপক্ষ ও কলাকুশলীদের।

তারা অত্যন্ত ইতিবাচক রাণীশংকৈল তথা ঠাকুরগাঁও জেলার ব্যাপারে। আগামী ৩১ জানুয়ারি বিটিভি সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি এর শুটিং বন্ধ থাকলেও পরবর্তীতে শুটিং ও ভিডিও ধারণ সম্পন্ন হয়েছে। বিষয়টি নিয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিভিস করেননি।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আরশেদুল হক বলেন, মারামারি হয়নি, তবে কিছু দুষ্টু ছেলে চেয়ার ফিকাফিকি করেছে। আর অনুষ্ঠান স্থগিত ঠিক নাহ আগেই শেষ করে দেয়া হয়েছিলো। আর কেউ আহত হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পালালেন এক ওসি, প্রত্যাহার বর্তমান ওসি
১০ জানুয়ারী ২০২৫ রাত ০৮:২৮:৪২







পঞ্চগড় সীমান্তে ডলার-ইউয়ান-রুপীসহ বাংলাদেশি আটক
১০ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:১৩