• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে পৌষ ১৪৩১ দুপুর ১২:৫৫:২১ (11-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে পৌষ ১৪৩১ দুপুর ১২:৫৫:২১ (11-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শিহান হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

১১ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:১২:৫৩

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শিহান হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাজভীর হোসান শিহানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১০ জানুয়ারি শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাঁড়ির পাশে এই মানববন্ধনে অংশ নেন মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী।

মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা পরিবারের আয়োজনে মানববন্ধনে বক্তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ফাঁসি কার্যকরের দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিহানের হত্যাকাণ্ডকে নৃশংস ঘটনা হিসেবে বর্ণনা করে বলেন, দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি ঘটবে। তারা শিহানের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন, দেশের রাজনৈতিক পরিবেশে নিরাপত্তার ঘাটতির সমাধান দাবি করেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ভোর সোয়া ৫টায় কর্মস্থলে যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার জামতলা এলাকায় দুর্বৃত্তরা তাজভীর হোসান শিহানকে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। চার ঘণ্টা ধরে তার মৃতদেহ মহাসড়কের পাশে পড়ে ছিল। পরে কালিয়াকৈর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

গত ১৭ ডিসেম্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে গ্রেফতার করে গাজীপুর আদালতে পাঠানো হয়। বর্তমানে মামলাটি বিচারাধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মেঘনায় দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩
১১ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৪১:১০






রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১১ জানুয়ারী ২০২৫ সকাল ১১:০২:০২