পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আটোয়ারীতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা। ১০ জানুয়ারি শুক্রবার বিকেলে আটোয়ারী উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিণী সাকিলা পারভিন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন, উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক এ জেড এম বজলুর রহমান জাহেদ, জামায়াতে ইসলামীর আমির মো. ইউনুস আলী প্রমুখ।
পঞ্চগড়ের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা যেমন পাক্ষি খেলা, লাঠি খেলা, রশি টানাটানি, বৌ-চি, তৈলাক্ত কলাগাছ খেলা আর ডাংগুলী খেলা। আকাশ সংস্কৃতির যুগে এসে এই খেলাগুলো প্রায় ভুলতে বসেছিল পঞ্চগড়ের মানুষ। আর তাই ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠি খেলা দেখতে মেতে উঠেছিল আটোয়ারী উপজেলার ৬ ইউনিয়নের হাজারও মানুষ।
জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা, কৃষ্টি-কালচার আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যেন হারিয়ে না যায় সে জন্য এই উদ্যোগ। আমরা চেষ্টা করছি, এই প্রতিযোগিতার মাধ্যমে দর্শকরা যেমন আনন্দ পাবে, তেমনি আমাদের ছেলে-মেয়েরা এই খেলাধুলা উপভোগ করে আনন্দ পাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available