মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটির জেরে ধারালো অস্ত্র, রড, হাতুড়ি দিয়ে পিটিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের পিতা ইউসুফ ব্যাপারী (৫৭) নামের একজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
১০ জানুয়ারি শুক্রবার রাত ৮টার দিকে দৌলতপুর উপজেলার মান্দাত্তা এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন খেলায় বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইউসুফ ব্যাপারী উপজেলার মান্দাত্তা গ্রামের পিয়ার আলির ছেলে।
নিহত ইউসুফ বেপারীর ছেলে হাবিব জানান, শুক্রবার রাত ৮টার দিকে মান্দারতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমার ছোট ভাই সিরাজ ব্যাপারী ও প্রতিপক্ষের দিদার ও লিটনের সাথে ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটি হয় । সেই জেরে এলমেছ, লিটন, দিদার- তার ভাই ভাতিজাসহ আট দশ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে প্রবেশ করে আমার পিতাকে ঘর থেকে ধরে নিয়ে ধারালো অস্ত্র, লোহার রড, হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে নির্মম আঘাত করে । আমার বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় আমার পিতাকে উদ্ধার করে প্রথমে ঘিওর হাসপাতালে পরে মুন্নু মেডিকেল এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতের ছেলে তার বাবাকে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে আরও বলেন, আমার পিতাকে নির্মম ভাবে যারা হত্যা করেছে। আমি তাদের ফাঁসি চাই। এভাবে যেন আর কারও বাবার জীবন সন্ত্রাসীদের হাতে না যায়। আমি তাদের ফাঁসি চাই, ফাঁসি চাই, আমি তাদের দ্রুত ফাঁসি চাই।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম জানান, দৌলতপুরের মান্দাত্তা ব্যাডমিন্টন খেলার জের ধরে ইউসুফ ব্যাপারী নামের একজন নিহত হয় । এ ঘটনায় অভিযোগ পেয়েছি, আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available