লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী ও ছাত্র-জনতার পুনর্বাসনে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৭ বিজিবি), রাজনগর জোন।
এরই ধারাবাহিকতায় ১১ জানুয়ারি শনিবার রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক রাঙ্গামাটির লংগদু উপজেলার আহত শিক্ষার্থী মো. ওসমান হারুন (১৭) কে নগদ ৫০,০০০/- টাকা আর্থিক অনুদান প্রদান করেন। সে ঢাকার উত্তরখান ইউনিয়ন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ম শ্রেণীর ছাত্র।
এ সময় স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। আহত শিক্ষার্থী ৪ আগস্ট ২০২৪ তারিখ ঢাকার উত্তরা, রাজলক্ষ্মী এলাকায় তাজা বুলেট লেগে তার বাম হাতের সোল্ডারে গুলিবিদ্ধ হয়। বর্তমানে সে অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি এক নতুন বাংলাদেশের ঠিকানা পেয়েছে। সেই অভিষ্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। বিজিবি জাতি গঠনে অতন্দ্র প্রহরী হয়ে কাজ করছে এবং সবার উপরে দেশ এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বিজিবি এগিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পাশে থেকে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই সহযোগিতার হাত প্রসারিত করে এসেছে। এরই প্রেক্ষিতে আন্দোলনে আহত ছাত্র-জনতার অনেককে ইতোমধ্যেই বিজিবি হাসপাতাল কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং সদর দপ্তর বিজিবি কর্তৃক আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও, সারা বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক আন্দোলনে আহত ১০০ জন ছাত্র-জনতাকে আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available