গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর ও সিংড়ার সিমান্তবর্তী দুই এলাকাবাসী আওয়ামী লীগ কর্মী মো. জিয়াউল হক জিয়ার (৪০) চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
শনিবার দুপুর ১২টায় উপজেলার সোনাপুর আঞ্চলিক সড়কে সোনাপুর ও কুমারখালি গ্রামের প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জিয়া ওই এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে।
ব্যবসায়ী আব্দুল হান্নান,আবু হানিফ,সেকেন্দার আলী জানান, আওয়ামী সরকারের শাসনামলে সোনাপুর ও কুমারখালী গ্রামের সাধারণ মানুষের ওপর জুলুম নির্যাতন চালিয়েছে জিয়াউল হক জিয়া। সরকার পতনের পরও চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার নামে বিভিন্ন অপরাধমূলক অসংখ্য মামলা থাকার পরেও জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে তাণ্ডব চালায়। তার ভয়ে গ্রামের কেউ বসবাস করতে পারে না। অসহায় নিরীহ পরিবারের কাছ থেকে এখনও বিভিন্ন সময় চাঁদা দাবি করে। চাঁদা না দেয়া হলে মারপিট ও ভাঙচুর করে প্রাণনাশের হুমকি দেয়। নারীদের প্রতিও হিংস্র আচরণ করার কারণে কোনো নারী বাড়ি থেকে বাহিরে বের হতে ভয় পায়। এ সকল ঘটনার জন্যই তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক বলেন, জিয়াউল হকের জুলুম নির্যাতনে সাধারণ জনগণ অতিষ্ঠ। তার ভয়ে এলাকার মানুষ বাড়ি থেকে বের হতেও ভয় পায়। বিভিন্ন মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেফতার করলেও জামিনে মুক্তি পেয়ে আবারও তাণ্ডব চালায়।
এ বিষয়ে জিয়াউল হক জিয়ার সাথে যোগাযোগ করার জন্য তার মোবাইল ফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ মো. আসমাউল হক বলেন, নির্দিষ্ট ভাবে চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available