• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে পৌষ ১৪৩১ বিকাল ০৫:৫৪:২৯ (11-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে পৌষ ১৪৩১ বিকাল ০৫:৫৪:২৯ (11-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গুনিয়া পাইলট স্কুলের ৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

১১ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:৫৬:০৭

রাঙ্গুনিয়া পাইলট স্কুলের ৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: ১৯৯৫ সালে এসএসসি পাশের দীর্ঘ দিন পর বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে একে অপরের সাথে দেখা। ২৫ বছর পর স্কুল বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। খুনশুটি, আনন্দ ও আড্ডায় মেতে উঠেন সবাই। কিছুক্ষণের জন্য শৈশবে ফিরে যান তারা।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি শুক্রবার দিনব্যাপী নানান আয়োজন ও কর্মসূচির মাধ্যমে দিনটি উৎযাপন করে প্রাক্তন শিক্ষার্থীরা। কর্মসূচিতে ছিল পিঠা উৎসব, স্থায়ী নোটিশ বোর্ড উদ্বোধন, প্রীতিভোজ ও আলোচনা সভা।

শিক্ষকদের মধ্যে এ সময় আলোচনায় অংশ নেন স্কুলের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান, প্রাক্তন শিক্ষক রফিক আহমদ, নূর মোহাম্মদ, বিজয় গোপাল চক্রবর্ত্তী, বিনয় শেখর সাহা, মানস কুমার সাহা ও অমলেন্দু ধরসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

৯৫ ব্যাচের শিক্ষার্থী অসীম তালুকদারের সঞ্চালনায় অনু্ষ্ঠানে বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম, প্রাক্তন শিক্ষার্থী সুহৃদ বড়ুয়া, হাবিব উল্লাহ টিটু, তারেকুল ইসলাম তৈয়ব, সুমী মুৎসুদ্দী ও মো. মেহেদি হাসান টিপু।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








হাতিরবেড়ে জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ
১১ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৫৬:৪৩