ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ডিভাইস ব্যবহার করে কালোবাজারে ট্রেনের টিকেট বিক্রি করার অভিযোগে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশন থেকে ২ জনকে গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ।
গ্রেফতাররা হলেন- তুহিন (২৭) জগন্নাথপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে ও জয়নাল (৪৫) একই গ্রামের মজনু মিয়ার ছেলে। ১০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে স্টেশনের প্ল্যাটফরম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ জানায়, ডিভাইস ব্যবহার করে কালোবাজারে টিকেট বিক্রি করছে এমন অভিযোগে আমরা নজরদারি শুরু করি। তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় স্টেশনের ২নং প্ল্যাটফরম থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ২৪ আসনের ৭টি টিকেটসহ গ্রেফতার করে টিকেটগুলো জব্দ করা হয়।
গ্রেফতার ১ জনের মোবাইল চেক করে দেখা গেছে তারা মোবাইলে ডিভাইস ব্যবহার করে ফেসবুক হোয়াট্সঅ্যাপ মেসেঞ্জার ব্যবহারের মাধ্যমে টিকেট সংগ্রহ ও বিক্রয় করে থাকতো। টিকেট কালোবাজারি তুহিনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেফতার ২ জনের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available