বরিশাল প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার বিভিন্ন নদীর তীরে থাকা ৭২টি ইটভাটার সাথে এবার নতুন করে যুক্ত হয়েছে আরো ৮টি অবৈধ ইটের ভাটা। প্রশাসনকে ম্যানেজ করে মেঘনা ও তার আশপাশের শাখা নদীর তীরের মাটি কেটে ইট তৈরি করছে বরিশালের হিজলা উপজেলার এসব অবৈধ ইটভাটা মালিকেরা। আর এসব ইটভাটার বিরুদ্ধে গণমাধ্যমে যেন কোনো ধরনের সংবাদ প্রকাশিত না হয় এজন্য সাংবাদিকদের ম্যানেজ করার তৎপরতা অব্যাহত রেখেছেন কিছু অসাধু ব্যক্তিরা।
স্থানীয় একাধীক সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে বরিশাল জেলার দশ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ইটভাটা গড়ে উঠেছে হিজলা উপজেলায়। স্থানীয় ক্ষমতাসীন দলের নেতারা সরকারি খাস জমি জোরপূর্বক দখল করে এসব অবৈধ ইটভাটা গড়ে তোলে।
এদিকে গতবছরের ৫ আগস্ট সরকার পতনের পর অধিকাংশ আওয়ামী লীগ নেতার ইটভাটা নাম মাত্র মূল্যের মাধ্যমে হাত বদর করেছে বিএনপি নেতারা। একইসাথে নতুনভাবে আরও ৭-৮টি অবৈধ ইটভাটা গড়ে তোলা হয়। তার মধ্যে বেশিরভাগ সরকারি খাস জমিতে।
এ বিষয়ে জানার জন্য জামায়াত নেতা মুজাম্মেল হক ভূইয়াকে সেলফোনে কল করে ঘটনার বিবরণ শুনে কোনো ধরনের জবাব না দিয়ে ব্যস্ত আছি বলে ফোনের লাইন কেটে দেন।
হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সেলফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ না করায় অবৈধ ইটভাটা সম্পর্কে আইনানুগ ব্যবস্থার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেছেন, হিজলা উপজেলায় বৈধ-অবৈধ সকল ইটভাটার তালিকা প্রস্তুত করা হয়েছে। অতিশীঘ্র অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন বলেন, পরিবেশ অধিদপ্তরের সাথে সমন্বয় করে আমরা দ্রুততম সময়ের মধ্যে ওই এলাকায় অভিযান পরিচালনা করব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available