পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর জেলা মার্কাজ মসজিদের ইমাম ও জামিয়া আশরাফিয়া মাদানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. সাইদুল ইসলামের উপর সাদপন্থীদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১১ জানুয়ারি শনিবার সকালে জেলা প্রেসক্লাবে ওলামা-মাশায়েখ, ইমাম পরিষদ ও তাওহিদি জনতা এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন , গত ১০ জানুয়ারি শুক্রবার আসরের নামাজের পর মসজিদের মেহরাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাবলীগ জামায়াতে সাদপন্থী সন্ত্রাসী আল-আমীনসহ কয়েকজন মাওলানা সাইদুল ইসলামের উপর হামলা চালায়। স্থানীয় মুসল্লিরা এগিয়ে গেলে তারাও হামলার শিকার হন। দোষীদের দ্রুত গ্রেফতার ও সাদপন্থী কার্যক্রম বন্ধের দাবি জানান।
তারা আরও বলেন, একজন সম্মানিত ইমামের উপর হামলা পুরো মুসলিম সমাজের জন্য অমর্যাদাকর। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available