• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪৫:০৯ (11-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪৫:০৯ (11-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবীনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে শিল্পপতি রিপন মুন্সিকে সংবর্ধনা

১১ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৪৪:৫৬

নবীনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে শিল্পপতি রিপন মুন্সিকে সংবর্ধনা

জ ই বুলবুল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বহুল আলোচিত-সমালোচিত শিল্পপতি রিপন মুন্সিকে নবীনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। শিক্ষা-সংস্কৃতি খ্যাত ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের কাইতলা ইউনিয়নের কৃতি সন্তান, স্পাইডার গ্রুপের কর্ণধার ঢাকাস্হ ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির সহ-সভাপতি হলেন বিশিষ্ট শিল্পপতি রিপন মুন্সি।

উল্লেখ্য, তাকে নিয়ে দীর্ঘদিন একটি মহল নানা ষড়যন্ত্র করে আসছিলো। কিছু সাংবাদিকের মিথ্যে অভিযোগে শিরোনাম হয়ে উঠেন তার ঝাড়ু দিঘী। একটি কুচক্রী মহল তাকে নানা ভাবেই হয়রানি করে আসছিল। গত ৫ আগস্টের পরে আবার পরিস্থিতি পাল্টে যায়। মূল ধারার প্রকৃত সাংবাদিকরা সরজমিন ঘুরে তার উপর নেতিবাচক মনোভাব পাল্টে যায়। তখন আবারো আলোচনায় উঠে আসেন শিল্পপতি এই রিপন মুন্সি।

জানা গেছে, প্রায় ২২ হাজারের বেশি লোকের কর্মস্থান রয়েছে তার নানা প্রজেক্টে। ১০ জানুয়ারি শুক্রবার রাতে নবীনগর প্রেস ক্লাব নামক সংগঠনটি উদ্যোগ নেয় তাকে সংবর্ধনা দেবার। পরে তাকে সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা রাজীব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক, কৃষক দলের কেন্দ্রীয় নেতা কেএম মামুনুর রশীদ, মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শুক্লা রানী ভট্টাচার্য, সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, নবীনগর কলেজের সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, মোর্শেদুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ প্রমুখ।

নবীনগর প্রেস ক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নবীনগর প্রেস ক্লাবের সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি আবু কামাল খন্দকার, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দীন মনির, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম, প্রেস ক্লাবের সহ-সভাপতি, এশিয়ান টিভি ও দেশ রূপান্তরের সাংবাদিক জ ই বুলবুল, সাপ্তাহিক মলয়ার প্রকাশক মোহাম্মদ হোসেন শান্তি, সর্ব সাংবাদিক তাজুল ইসলাম চৌধুরী, প্রভাষক দেলোয়ার হোসেন, পিয়াল হাসান রিয়াজ, মনিরুল ইসলাম বাবু, আবদুল হাদী, এস এ রুবেল, মনির হোসেন, মিঠু সুএধর পলাশ, নুরে আলম, সাধন সাহা জয়, মাজেদুল ইসলামসহ আরো অনেকে।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত শেষে সংবর্ধিত ব্যক্তি রিপন মুন্সির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। তিনি অবাক হয়ে বলেন, আমি আপনাদের এ ভালোবাসায় অভিভূত। আমাকে চা খাবার দাওয়াত দিয়ে এতো বড় আয়োজন! আমি জানতামই না। আপনারা আমাকে এভাবে সম্মানিত করে তুলবেন, আমি ভাবতে পারি নাই। আপনারা সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক। আপনাদের লিখনির মাধ্যমেই দুর হবে সমাজের সকল অনিয়ম অসংগতি।

তিনি আরও বলেন, আমি একজন মানুষ, আমার কাজের মাঝে যদি কোনো ভুল থাকে তাও আমাকে দরিয়ে দেবেন, আমাকে নিয়ে যা সত্য তাই লিখবেন। আমি কোনো রাজনীতির সাথেই নই। দলমত নির্বিশেষে সকল মানুষের উপকারে আসতে পারলেই আমার ভালো লাগে। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা পেলে আমার আগামী দিনের পথচলা সহজ হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কটিয়াদীতে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
১১ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:১৫:২৩