বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে গ্রাম বাংলার আবহমান লোক সংস্কৃতির ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১১ জানুয়ারি শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রাম বাজার সংলগ্ন বালুর মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে ওই মাঠে বসেছিল শীতকালীন গ্রামীণ মেলা। প্রতিবারের মতো এবারও এ ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করে বানিয়াগ্রাম বাজার বণিক সমিতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বানিয়াগ্রাম বাজার বণিক সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান ভুঁইয়া।অনুষ্ঠানটি উদ্বোধন করেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটি ঢাকার সদস্য মো. মোয়াজ্জেম হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বানিয়াগ্রাম বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মাও. নাসির উদ্দীন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুল আলম খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মো. হাবিবুর রহমান ভুঁইয়া বলেন, স্থানীয় মানুষজনের জন্য নির্মল বিনোদন এবং বিলুপ্ত প্রায় লোক সংস্কৃতির ঐতিহ্যকে পুনরুদ্ধারই আমাদের আয়োজনের মূল লক্ষ্য। এবার হবিগঞ্জ, চুনারুঘাট, সিলেট ও কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় অর্ধশত ঘোড় সওয়ারি এ প্রতিযোগিতায় ঘোড়া নিয়ে অংশ গ্রহণ করেছেন।
ছোট, মাঝারি ও বড় তিনটি গ্রুপে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। মাঠের চারপাশে অবস্থান করে লক্ষাধিক নারী, পুরুষ ও শিশু এ ঘোড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। সর্বমোট নয়টি পুরস্কার প্রদান করা হয় বিজয়ীদের মাঝে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available