বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা থেকে ঢাকা ও চট্টগ্রামগামী পরিবহণ গাড়িতে বাগেরহাট মালিক সমিতির নগ্ন হামলা স্বেচ্ছাচারিতা ও নৈরাজ্যের প্রতিবাদে শরণখোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ জানুয়ারি শুক্রবার সকল সাড়ে দশটায় উপজেলার পাঁচ রাস্তা সংলগ্ন উপজেলা প্রেসক্লাবের সামনে শরণখোলার সাধারণ জনগণের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাস মালিক সমিতির মালিকরা ও সাধারণ জনগণ জানায়, দীর্ঘদিন ধরে শরণখোলা থেকে ফালগুনী, বলেশ্বর, পদ্মা, ইমা, শরণখোলা পরিবহনসহ বেশ কিছু পরিবহণ ঢাকা ও চট্টগ্রামের যাত্রীদের বহন করে চলছে। কিন্তু স্বার্থান্বেষী বাগেরহাট বাসমালিক সমিতির নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে ঢাকা থেকে শরণখোলাগামী পরিবহণ বাগেরহাট টার্মিনালে থামিয়ে দেয় এবং জোর করে পরিবহনের যাত্রীদের মালামালসহ নামিয়ে দেয় এবং গাড়ি আটকিয়ে দেয়। আর এতে বেকায়দায় পড়ে মোড়লগঞ্জের দৈবজ্ঞহাটি, মোড়লগঞ্জ সদর, পল্লীমঙ্গল ও রায়েন্দার যাত্রীরা। বাগেরহাট বাসমালিক সমিতির উচ্ছৃঙ্খল ও স্বেচ্ছাচারী নেতাকর্মীর বিরুদ্ধে শরণখোলার সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে তারা নির্বিঘ্নে গাড়ি চালানো এবং সঠিকভাবে গন্তব্যে পৌঁছার দাবি জানায়। এছাড়া বাগেরহাটের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বাগেরহাট সেনাক্যাম্প ইনচার্জের সহযোগিতা কামনা করেন।
এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শরণখোলা কাউন্টার সমিতির সভাপতি মোহাম্মদ আবুল হোসেন, যুবনেতা মাসুম, যুবদলের সদস্য সচিব আল আমিন খান, ছাত্রদলের শরণখোলা সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি আবুল বাশার খান ও শরণখেলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন। এসময় বক্তারা বাগেরহাট মালিক সমিতির নৈরাজ্য ও স্বেচ্ছাচারিতা সৃষ্টিকারী নেতাকর্মীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন। তাছাড়া শরণখোলাও ঢাকা থেকে যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে তার সুষ্ঠু ব্যবস্থা সম্পাদনের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available