• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১২:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১২:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পূবাইলে রিসোর্টের পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

৫ মে ২০২৩ বিকাল ০৪:৫৫:২২

পূবাইলে রিসোর্টের পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

টিটন  কুমার ঘোষ,পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের পূবাইলে একটি রিসোর্টে ঘুরতে এসে পুকুরের পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ৩ মে বুধবার দুপুর ১ টায় মেঘডুবি এলাকার সাবরিনা রির্সোট এন্ড পার্কের ভেতরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার আজিজুল হকের ছেলে হামীম (১৫) এবং আরিচপুর এলাকার লিটন মিয়ার ছেলে নোমান (১৫)। তারা টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৩ মে বুধবার সকালে হামীম ও নোমান স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে তারা ২ জন স্কুলে না গিয়ে স্থানীয় কয়েকজনের সাথে মেঘডুবী সাবরিনা রিসোর্ট এন্ড পার্কে বেড়াতে যায়। দুপুরে পার্কের ভেতরের একটি পুকুরে অন্যদের সাথে তার ২ জনও গোসল করতে পানিতে নামে। গোসলের একপর্যায়ে তারা দুজন পুকুরের গভীরে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়।‌ অনেক্ষন পরে অন্যরা তাদের দেখতে না পেয়ে পানিতে খোঁজাখুঁজি করতে থাকে। দুপুর ১ টায় তাদের ২ জনকে পানিতে ডুবে থাকা অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। এসময় প্রত্যক্ষদর্শীরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাবরিনা রিসোর্ট অ্যান্ড পার্কের তত্ত্বাবধায়ক মো. সোহেল মিয়া বলেন, আমাদের পার্কের এই পুকুরে মাছ চাষ করা হয়। তাই পুকুরের পানিতে দর্শনার্থীদের গোসলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও দর্শনার্থীদের অনেকেই অনুমতি না নিয়ে পুকুরের পানিতে গোসল করতে নেমেছিলেন। তাদের মধ্যে থাকা ঔ দুই শিক্ষার্থী একপর্যায়ে পুকুরের গভীরে গিয়ে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত ২ জনের পরিবারের আবেদনের প্রেক্ষিতে এবং কোনো অভিযোগ না থাকায় মরদেহ ২ টি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫