স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম হত্যা মামলায় কিলিং মিশনে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের পুলিশ সুপার রকিবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
রকিবুল আক্তার জানান, পুলিশের এসআই হত্যার রহস্য উদ্ঘাটনে মাঠে নামে পিবিআই, তারই ধারাবাহিকতায় ১১ জানুয়ারি শনিবার বিকেলে দুর্গাপুরের পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।
গ্রেফতাররা হলো- দূর্গাপুর উপজেলার উকিল পাড়া এলাকার শমসের আলির পুত্র সাজিবুল ইসলাম অপূর্ব (২৬) ও দূর্গাপুর দক্ষিণপাড়ার হাজী আব্দুর রহমানের পুত্র মো. বাকি বিল্লাহ (২৬)।
উল্লেখ্য, গেলো ৯ জানুয়ারি সন্ধ্যায় নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের পান মহল এলাকায় ৩-৪ জন অস্ত্রধারী যুবক অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম করে পুলিশের এসআই শফিকুল ইসলামকে। ঘটনার পরপর স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ময়মনসিংহ নেয়ার পরামর্শ দেন। পরে সেখানেই মারা যান জামালপুরে কর্মরত পুলিশের এসআই শফিকুল ইসলাম।
স্থানীয় ও পুলিশ কর্মকর্তার স্বজনরা জানায়, ছুটিতে বাড়ি এসেছিলেন শফিকুল। কথা ছিল পরিবার ও সন্তানদের নিয়ে ময়মনসিংহে যাওয়ার। কিন্তু তা আর হলো না। তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হলো, এটার শাস্তি হওয়া উচিত দৃষ্টান্তমূলকভাবে। যাতে কেউ এমন সাহস করতে না পারে।
উল্লেখ্য, এস আই শফিকুল ইসলাম দূর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছেন নিহতের বাবা রফিকুল ইসলাম। শোকাহত বাবা ছেলে হত্যার দ্রুত বিচার দাবি করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available