পাবনা প্রতিনিধি: পিলখানা হত্যাকাণ্ডের বিচার এবং ক্ষতিগ্রস্ত বিডিআর স্বজনদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১২ জানুয়ারি রোববার দুপুরে বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে পাবনা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে তিনটি দাবিসহ বক্তারা বলেন, পিলখানায় হত্যাকাণ্ডের শিকার ৫৭ জন সেনা অফিসারসহ ৭৪ জন হত্যাকাণ্ডের পেছনে দায়ী ব্যক্তি এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নির্দোষ বিডিআর সদস্যের মুক্তি দিতে হবে। প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেফতার করে যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের সবাইকে সরকারি সব ধরনের সুযোগ-সুবিধাসহ (যেমন- রেশন, বেতন ভাতাদি, পদোন্নতি) পুনরায় চাকরিতে পুনর্বহাল করাতে হবে। তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লিখিত ২ এর (ঙ )ধারা অবশ্যই বাদ দিতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বিডিআর সদস্য ফরহাদ হোসেন, ফিরোজ খান, ফরহাদ হোসেন, মনির হোসেন ও শহিদুল হক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available