হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ প্রেসক্লাব সংস্কারের দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করেছেন হবিগঞ্জে কর্মরত সাংবাদিকরা। ১২ জানুয়ারি রোববার বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিমতলা কালেক্ট্ররেক্ট প্রাঙ্গণে আন্দোলনকারী সাংবাদিকরা ৩ ঘণ্টা অবস্থান করেন। এসময় সংস্কারের ৫ দফা দাবি নিয়ে বক্তব্য দেন তারা।
এ সময় সাংবাদিকরা বলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সংস্কারের ৫ দফা দাবিতে গেল বছরের ৩০ ডিসেম্বর থেকে আন্দোলন করে আসছি। আন্দোলনের মুখে গত ৩১ ডিসেম্বর প্রেসক্লাবের সাধারণ সভায় সাবেক এমপি আবু জাহিরের মনোনীত কমিটি বাতিল করে ৭ সদস্য বৈশিষ্ট্য এডহক কমিটি গঠন করেন নেতৃবৃন্দ। পরে ওইদিন আন্দোলনরত সাংবাদিকদের ৬ সদস্যের প্রতিনিধির সাথে বৈঠকে আমাদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। সে সময় নেতৃবৃন্দ জানান এডহক কমিটি এক সপ্তাহের মধ্যে প্রথম মিটিংয়ে আমাদের ডাকা হবে। কিন্তু ১২ দিন অতিবাহিত হলেও আমাদেরকে ডাকা হয়নি।
হুঁশিয়ারি দিয়ে সাংবাদিকরা বলেন, আমাদের দাবি না মেনে যদি কোন নির্বাচন প্রক্রিয়া শুরু হয় বা নির্বাচনের তফশিল ঘোষণা হয় তাহলে হবিগঞ্জবাসীকে সাথে নিয়ে আমরা এ প্রহসনের নির্বাচন বাতিলের ডাক দিবো।
অবস্থান কর্মসূচি শেষে তারা হবিগঞ্জ জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান, জেলা পুলিশ সুপার রেজাউল করিম খান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান কাউছারের সাথে দেখা করে তাদের দাবির কথা তোলে ধরেন। এসময় তারা সাংবাদিকদের দাবির বিষয়টি আমলে নিয়ে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার বিষয়ে আশ্বস্ত করেন।
দৈনিক প্রভাকরের ভারপ্রাপ্ত সম্পাদক ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সহিবুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন- এখন টেলিভিশন ও খবরের কাগজ জেলা প্রতিনিধি কাজল সরকার, আমার সংবাদ জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির,এশিয়ান টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর রহমান, চ্যানেল এস জেলা প্রতিনিধি আলফু মিয়া বাংলাদেশ সমাচার জেলা প্রতিনিধি আব্দুল হান্নান টিপু, দেশ টিভির জেলা প্রতিনিধি আমীর হামজা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শাহাউর রহমান বেলাল, হবিগঞ্জের বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক এএইচ রুবেল, বার্তা সম্পাদক কাজী মিজান, তরফ বার্তার বার্তা সম্পাদক জাহেদ আলী মামুন, প্রভাকরর বার্তা সম্পাদক মো. রুবেল মিয়া, সাংবাদিক আতিকুল ইসলাম সোহাগ, সময়ের আলোর জেলা প্রতিনিধি সৈয়দ সালিক, মর্নিং গোরির জেলা প্রতিনিধি জুয়েল চৌধুরী, দৈনিক জনতা জেলা প্রতিনিধি শেখ এম এ জলিল, দৈনিক ভোরের আকাশ জেলা প্রতিনিধি রেজাউল করিম, স্বদেশ বিচিত্রা জেলা প্রতিনিধি রহমত আলী, সাংবাদিক কেএম ওয়াহাব নঈমী, সাইফুদ্দিন জাবেদ, মো. নজরুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. শাহিন মিয়া, শাওন খান, আব্দুল হান্নান খান, আব্দুন নূর বাবুল, শাহেনা আক্তার, রিপন মিয়া ও হুমায়ূন কবির।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available