• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে পৌষ ১৪৩১ রাত ০১:১২:৩৪ (13-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৯শে পৌষ ১৪৩১ রাত ০১:১২:৩৪ (13-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মিরপুরে স্কুল পরিচালনা পরিষদ নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ২৫

১২ জানুয়ারী ২০২৫ রাত ০৮:৩৪:৫৪

মিরপুরে স্কুল পরিচালনা পরিষদ নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ২৫

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের কমিটি নিয়ে বিরোধের জেরে স্থানীয় জামায়াত এবং বিএনপি নেতৃবৃন্দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

১২ জানুয়ারি রোববার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার বুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। আহদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কা জনক।

স্থানীয়রা জানান, স্থানীয় বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাড হক কমিটি নিয়ে আমলা ইউনিয়ন জামায়াতের আমির মুকুল আলী এবং স্থানীয় বিএনপি নেতা রাশেদ মাহমুদ  নাসিরের  মধ্যে বিরোধ চলছিল। মূলত স্কুল কমিটির সভাপতি পদ নিয়েই চলছিল তাদের মধ্যে এই দ্বন্দ্ব।

জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, এই অ্যাডহক কমিটি থেকে নাম প্রত্যাহারের জন্য মুকুল আলীর উপরে চাপ সৃষ্টি করছিল নাসির। এ নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে মুকুলকে হুমকি দেয় নাসির। এরই প্রতিবাদে রোববার বিকেল বুড়াপাড়া হাই স্কুল মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। এ সময় নাসিরের নেতৃত্বে তার সমর্থকরা সেখানে লাঠিসোঁটা এবং দেশী অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়। তাদের মধ্যে ১২ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং ৬ জনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা স্বীকার করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, একটি স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অনেকে আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে  দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হজ চুক্তি সম্পন্ন
১৩ জানুয়ারী ২০২৫ রাত ১২:১৭:২৭


দল থেকে বাদ পড়ার দিনে লিটনের সেঞ্চুরি
১২ জানুয়ারী ২০২৫ রাত ০৮:১৭:৫২



ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
১২ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:৩৮


সদরপুরে ফকির ইট ভাটার মালিকসহ ১২ জন আটক
১২ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:০৭:২০